দেশজুড়ে

ঝড়ে ট্রলার উল্টে নারীর মৃত্যু

পশুর নদীতে ঝড়ে ট্রলার উল্টে পারভীন বেগমে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার সিন্দুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লিয়াকত শেখের স্ত্রী

এলাকাবাসী জানান, স্ত্রী-সন্তাসহ গাছের টুকরো নিয়ে পৌর শহর থেকে ট্রলারে বাড়ি ফিরছিলেন লিয়াকত। পশুর নদীর সুন্দরতলা এলাকার কাছাকাছি পৌঁছালে প্রচণ্ড বেগে বয়ে যাওয়া ঝড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় লিয়াকত ও ট্রলারের মাঝি ছিটকে নদীতে পড়ে যান। ট্রলারের ছাউনির মধ্যে থাকা স্ত্রী পারভীন ও ছেলে রবিউল আটকা পড়েন।

তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভিনকে মৃত ঘোষণা করেন। তবে এখনো জীবিত রয়েছে ছেলেটি। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ছেলেটির উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যদিও ডুবে মারা গেছে, এরপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

এসজে/জেআইএম