দেশজুড়ে

বগুড়ায় পণ্যসহ দোকান পেলেন ২৯ ভিক্ষুক

বগুড়ায় ২৯ জন ভিক্ষুককে মালামালসহ দোকানঘর দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর। রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় নিজ কার্যালয় চত্বরে তাদের হাতে পণ্যসহ দোকানঘর হস্তান্তর করেন বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক।

‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করে সমাজসেবা অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, জেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ কাওছার রহমান, সমাজসেবা সহকারী পরিচালক আতাউর রহমান, শহর সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুর আলম নয়ন, আওয়ামী লীগ নেতা আল রাজী জুয়েল প্রমুখ।

দোকানঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকার চায় ভিক্ষার হাত হোক কর্মের হাতিয়ার। সমাজে তারা যেন অবহেলিত না থাকেন।

জেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ কাওছার রহমান বলেন, নতুন করে আবার বরাদ্দ এলে ভিক্ষুকদের তালিকা তৈরি করে দোকানঘরে মালামাল সাজিয়ে বরাদ্ধ দেওয়া হবে। যাদের দোকান দেওয়া হলো তাদের কার্যক্রম ছয় মাস মনিটরিং করা হবে।

দোকান পেয়ে বগুড়া সদর উপজেলার মোখলেছার রহমান, বগুড়ার কর্ণপুর দক্ষিণপাড়ার খুকি বিবি, সরলপুর ইউনিয়নের আমেদ বেগম, গাবতলী উপজেলার দুর্গাহাটার পল্টু মিয়ার মতো ২৯ ভিক্ষুক আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ প্রসঙ্গে খুকি বেগম বলেন, ভিক্ষার জীবন তাদের কাছে অপমানের। ভিক্ষা চাইতে গেলেই প্রায়ই অপমানিত হতে হয়। এখন তারা দোকান পেয়ে সমাজে অন্যদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।

এসআর/জেআইএম