দেশজুড়ে

১৫ মামলার আসামি মাসুদ গ্রেফতার

গাজীপুরের টঙ্গী এরশাদ নগর (বাস্তুহারা) এলাকায় অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ ১৫টি মামলার আসামি মাসুদকে (৩২) গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) সকালে টঙ্গীর বনমালা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুদ টঙ্গীর এরশাদ নগর (বাস্তুহারা) ৭ নম্বর ব্লকের বাবুর্চি আশরাফ হোসেনের ছেলে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি মাসুদের বিরুদ্ধে ১৫টির মতো মামলা ও অভিযোগ রয়েছে। তিনি টঙ্গীর মাদক ব্যবসায়ী। তার নামে গাজীপুর, টঙ্গীসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, চাঁদাবাজি ও চুরিসহ একাধিক মামলা চলমান।

টঙ্গী পশ্চিম থানার সেকেন্ড অফিসার শুভ মন্ডল জানান, চলতি মাসে তার নামে একটি কিশোর গ্যাংএর মামলা দায়ের হলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করাহয়।

পুলিশ জানায়, গত ৮ এপ্রিল বিকেলে মাসুদের নেতৃত্বে একদল ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী টঙ্গী আউচপাড়া সফি উদ্দিন সরকার একাডেমি রোড এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম চৌধুরীর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র অতর্কিত হামলা চালায়। তারা বাড়ির দরজা-জানালা ভাঙচুর চালান। পরে ঘরে থাকা প্রায় ১০ লাখ টাকার কম্পিউটার ও ইন্টারনেটের মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

ওই সময় বাধা দিলে নোমান নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে চলে যায় সন্ত্রাসীরা। আহত নোমানকে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওই ঘটনায় ভুক্তভোগীর পরিবার টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করে।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস