মুন্সিগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার সময় পুলিশের ওপর হামলা করেছেন জাল কারখানার মালিক ও আশপাশের লোকজন। এ সময় সাত পুলিশ সদস্য আহত হন।
রোববার রাত ১১টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উপ-পরিদর্শক নজরুল ইসলাম, ফরিদ ও কনস্টেবল রায়হানকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এ ঘটনায় ছয় জনকে আটক করেছে বলে নিশ্চিত করেন মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান।
জানা যায়, রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসএই নজরুল ইসলাম ও এসআই ফরিদসহ একদল পুলিশ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করার জন্য পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান মেম্বারের কারখানায় অভিযান চালান। এ সময় কারখানার মালিক ইমরান মেম্বার ও তার ভাই সম্রাট মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের ৭ সদস্য আহত হন।
আত্মরক্ষার্থে ও হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ১১ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরে পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করান।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব খান জাগো নিউজকে জানান, হামলার ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আরাফাত রায়হান সাকিব/এফএ/জিকেএস