নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় জমিতে বালু ফেলে দখলের চেষ্টা চালিয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসী। এতে বাধা দেওয়ায় জমির মালিককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় সোমবার (১৮ এপ্রিল) সকালে জমির মালিক এসএম জামাল উদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
জামাল উদ্দিন উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ২০১০ সালের ২২ ফেব্রয়ারি ২৯৪৭ নম্বর দলিলে সোনারগাঁ উপজেলার ছোট কৃষ্ণাদী মৌজায় ১৬ শতাংশ জমি কেনেন জামাল উদ্দিন। জমিটি তার দখলে রয়েছে। সম্প্রতি একটি কোম্পানির পক্ষ নিয়ে স্থানীয় কিছু সন্ত্রাসী ওই জমিতে বালু ফেলে ভরাট করে দখলচেষ্টা চালান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তারা প্রতি মাসে মাসোহারা দাবি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/এএসএম