দেশজুড়ে

নারীর ১১ মহিষ চুরি করে বিক্রি করে দিলেন সাবেক স্বামী

বরগুনার তালতলীতে লাক্রোন (৪৫) নামের এক রাখাইন নারীর ১১টি মহিষ চুরি হয়েছে। এ ঘটনায় সাবেক স্বামী অংচানসহ (৫০) তিনজনকে অভিযুক্ত করেছেন ওই নারী।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন মহিষের মালিক লাক্রোন তালুকদার।

অভিযোগ সূত্রে জানা যায়, লাক্রোন তালুকদার তালতলী পাড়ায় বসবাস করেন। একই এলাকার মৃত চথ অংয়ের ছেলে অংচানের সঙ্গে প্রায় ২২ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের পর জুয়া ও নেশায় আসক্তসহ বিভিন্ন কারণে ১৬ বছর আগে তিনি তালাক দেন। এরপর থেকেই লাক্রোন বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন।

শুক্রবার (১৫ এপ্রিল) ওই নারীর ১১টি মহিষ মাঠে চরা অবস্থায় চুরি করে নিয়ে যান তার স্বামী অংচানসহ আরও দুজন। পরে মহিষগুলো পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলায় সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করেন।

লাক্রোন তালুকদার জাগো নিউজকে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে আমার সাবেক স্বামী আমার ১১টি মহিষ চুরি করে নিয়ে গেছে। ১১টি মহিষের দাম প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু তিনি সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করেছেন। আমি মহিষগুলো ফেরত চাই।’

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত অংচানের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন তপু জাগো নিউজকে বলেন, এ বিষয় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম