নোয়াখালীর বেগমগঞ্জে অতিরিক্ত দামে তরমুজ বিক্রি করায় শাহ আলম নামে এক ফল বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ এপ্রিল) দুপুরে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী।
তিনি বলেন, অভিযানে শাহ আলম তরমুজের ক্রয় ভাউচার দেখাতে পারেননি। এছাড়া অতিরিক্ত দামে তরমুজ বিক্রির দায়ে শাহ আলম ফল বিতানের মালিক শাহ আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এএএইচ