দেশজুড়ে

নদী থেকে বোনের মরদেহ উদ্ধার হলেও সন্ধান মেলেনি ভাইয়ের

বগুড়ায় যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর নীরা খাতুনের (১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নীরার ভাই জিসান মিয়ার সন্ধান এখনো মেলেনি। তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে নীরার মরদেহ পাওয়া গেছে। জিসানের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে সোমবার দুপুর ১টার দিকে স্কুল শেষে উপজেলার কালিতলা গ্রোয়েন বাধের পূর্বপাশে চরবাটিয়া এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় নীরা ও জিসান। তারা ওই এলাকার মোর্শেদুল সরকারের সন্তান। নীরা সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশুনা করতো।

এসজে/জেআইএম