বগুড়ায় যমুনা নদী থেকে বোন নীরা আক্তারের পর ভাই জিসানেরও মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সারিয়াকন্দি উপজেলার কালিতলা ঘাট এলাকা থেকে তার করে ডুবুরি দল। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে বোন নীরা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রবিউল ইসলাম। তিনি বলেন, সোমবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে ভাই ও বোন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা জাল টেনে উদ্ধার কাজ পরিচালনা করেন। কিন্তু তাতে উদ্ধার না হওয়ায় রাজশাহী ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
রবিউল ইসলাম আরও বলেন, সাব অফিসার নুরুজ্জামানের নেতৃত্বে চার সদস্যের একটি দল রাত ৯টার দিকে এসে পৌঁছায়। মঙ্গলবার সকাল ৬টা থেকে তারা উদ্ধার কার্যক্রম শুরু করে। সকাল সাড়ে ৭টার দিকে কালিতলা ঘাট এলাকা থেকে প্রথমে নীরা আক্তারের মরদেহ পাওয়া যায়। পরে বেলা ১১টার দিকে জিসানের মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ভাই ও বোনের মরদেহ উদ্ধারের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে জিসান ও নীরা গোসলে নেমে নিখোঁজ হয়। তারা চরবাটিয়া গ্রামের মুশিদুল ইসলামের সন্তান।
এসজে/জেআইএম