ভোলায় মেঘনা নদীর তীর ভেঙে পড়ে পানিতে যায় মো. ফারুক মাঝি (৫৫) ও তার নাতনি ফামিয়া আক্তার (১০)। পরে মো. ফারুক তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ফামিয়া আক্তার।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে তজুমদ্দিন উপজেলার বিছিন্ন মলনচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ফামিয়া আক্তার ভোলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর জহিরউদ্দিন গ্রামের মো. আজগর আলী মাঝির মেয়ে।
মো. ফারুক মাঝি জানান, ঘরে রান্না করার কিছু না থাকায় নাতনিকে জাল নিয়ে মাছ শিকারে নদীতে যাই। হঠাৎ তীর ভেঙে আমরা নদীতে পড়ে যাই। কয়েক মিনিট পর আমি তীরে উঠতে পারলেও নাতনি এখনো নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।
চর জহির উদ্দিন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, ওই শিশুকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুয়েল সাহা বিকাশ/আরএইচ/এমএস