জাতীয়

সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ডুরা’র

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিকসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ডুরা সভাপতি মো. রুহুল।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। এমন হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। তাই অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরএডি/এএসএম