জাতীয়

বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে : সৌদি রাষ্ট্রদূত

বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি। সোমবার জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে তার কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।সাক্ষাৎকালে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও দু’দেশের সংসদীয় সম্পর্ক, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন। এছাড়া দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন তাঁরা।সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। দু’দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সৌদি আরবের অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সনকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান।স্পীকার ও সিপিএ চেয়ারপার্সন সৌদি আরবের রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। -বাসস