নারায়ণগঞ্জে বন্ধ থাকা পাঁচ রুটের ৭০টি লঞ্চ পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘুরে ঘুরে বিভিন্ন রুটের লঞ্চ পরিদর্শন করেন তিনি। তবে লঞ্চ চালুর বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।
পরিদর্শন শেষে মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা পরিদর্শন করে সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করছি। লঞ্চ মালিক শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব বিষয় তুলে ধরা হবে। তারা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) বাবু লাল বৈদ্য বলেন, চেয়ারম্যানের নির্দেশে নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা পরিচালক লঞ্চ পরিদর্শন করেছেন। পরবর্তীতে এ বিষয়ে সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি বদিউজ্জামান বাদল, সহ সভাপতি রাজা, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার প্রমুখ।
গত ২০ মার্চ নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর আল আমিন নগর এলাকায় রূপসী-৯ নামে কার্গো জাহাজের ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যায় । এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। লঞ্চডুবির পর থেকেই নারায়ণগঞ্জ থেকে পাঁচ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ।
এসজে/জিকেএস