আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলির নিয়মে পরিবর্তন এসেছে। সম্প্রতি ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিধিমালা, ১৯৯১’ সংশোধন করে বদলিতে এ পরিবর্তন আনা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগে বিধিমালা ১০ বিধির (১) উপবিধিতে বলা হয়েছিল, মহাপুলিশ পরিদর্শক বা তার কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বাহিনীর যে কোনো কর্মকর্তাকে বদলি করতে পারবেন এবং তিনি যে কোনো ব্যাটালিয়ন বা কোম্পানি প্লাটুনকে দেশের অভ্যন্তরে যে কোনো স্থানে স্থানান্তরিত কিংবা অন্য কোনো ব্যাটালিয়ন বা কোম্পানি প্লাটুনের সঙ্গে সাময়িকভাবে সংযুক্ত করতে পারবেন।
বিধিমালায় সংশোধন এনে ১০ বিধির (১) উপবিধি পরিবর্তন করা হয়েছে। নতুন উপবিধি (১)-এ বলা হয়েছে, মহাপুলিশ পরিদর্শক বা তার কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বাহিনীর কোনো সদস্যকে পুলিশের অন্য কোনো ইউনিটে বদলি করতে পারবেন। তবে শর্ত থাকে যে, বাহিনীর কোনো সদস্যের বিভাগীয় পদোন্নতি কারণে পুলিশের অন্য কোনো ইউনিটে পদায়নের ক্ষেত্র ছাড়া নির্দিষ্ট চাকরির মেয়াদ পূর্ণ না হলে তাকে বদলি করা যাবে না।
প্লাটুন অধিনায়কের চাকরির মেয়াদ ২০ বছর, সেকশন অধিনায়কের চাকরির মেয়াদ ১৮ বছর, নায়েকের চাকরির মেয়াদ ১০ বছর, আর্মড পুলিশম্যানের চাকরির মেয়াদ ছয় বছর না হলে তাকে পুলিশে বদলি করা যাবে না বলে সংশোধিত বিধিমালায় উল্লেখ করা হয়েছে।
আরএমএম/এএএইচ/জেআইএম