ঝালকাঠির ১৯ তরুণ-তরুণী পুলিশে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের খরচ হয়েছে মাত্র ১০০ টাকা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) তাদের ফুল দিয়ে বরণ করে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, ঝালকাঠিতে পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় ৬৪৬ জন অংশ নেন। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। লিখিত পরীক্ষায় ৪১ জন উত্তীর্ণ হন। বৃহস্পতিবার তাদের মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষা শেষে মেধা এবং সব কোটা মিলে তিন জন নারী কনস্টেবল ও ১৬ জন পুরুষ কনেস্টেবল চূড়ান্ত করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই তারা নিয়োগপত্র পাবেন।
এর আগে বুধবার (২০ এপ্রিল) বিকেলে ঝালকাঠি পুলিশ লাইনসে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। আতিকুর রহমান/এসআর/জিকেএস