দেশজুড়ে

সাতক্ষীরা সীমান্তে এলএসডি মাদকসহ আটক ১

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তে বিজিবির অভিযানে দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ নজরুল ইসলাম (৪৭) নামের একব্যক্তি আটক হয়েছেন।

শুক্রবার (২২এপ্রিল) সকাল ১০টার দিকে কাকডাঙা সীমান্তে গেড়াখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নজরুল ইসলাম কলারোয়া থানার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙা সীমান্তে ভারত থেকে এলএসডি মাদক দেশে আসার সংবাদে অভিযান চালায় কাকডাঙা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারি। অভিযানে দুই বোতল এলএসডি মাদকসহ নজরুল ইসলাম আটক হন। পরে মামলা দিয়ে জব্দকৃত মাদকসহ নজরুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এএইচ/জিকেএস