তথ্যপ্রযুক্তি

গ্রামীণফোন-উইকিপিডিয়ার প্রচারাভিযান

বাংলা ভাষার তথ্য বাড়াতে গ্রামীণফোন এবং উইকিপিডিয়া একযোগে প্রচারাভিযানের আয়োজন করেছে। সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত ‘উইকিপিডিয়া রিজিওনাল কন্ট্রিবিউটারস মিট’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ প্রচারাভিযানের কথা জানানো হয়।আসছে ২৯ নভেম্বর থেকে ৭টি অঞ্চলজুড়ে এ প্রচারাভিযান চলবে যা আগামী বছর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটি কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। বিশ্বকোষ উইকিপিডিয়া এবং ইন্টারনেটে বাংলা ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে-ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, রংপুর, বরিশাল বিভাগে এই কর্মসূচি চলবে।বাংলাদেশের তরুণ সমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ব্যক্তিজীবনে ইন্টারনেটের ব্যবহারের সুবিধা সম্পর্কে জানানো এ কর্মসূচির উদ্দেশ্য। ইন্টারনেট ব্যবহার এবং এর নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে একদিনের একটি কর্মসূচির আয়োজন করা হবে এবং এতে অংশগ্রহণকারীরা উইকিপিডিয়ার নিবন্ধগুলোতে কাজ করার ব্যাপারে প্রশিক্ষণ নিতে পারবেন। প্রতি সেশন শেষে এসব অঞ্চলে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট নিবন্ধের ওপর কাজ করার জন্য বলা হবে যা নির্দিষ্ট সময়সীমার মধ্যে জমা দিতে হবে। নিবন্ধের সংখ্যা আর গুণগত বিচারে তিনজন বিজয়ী নির্বাচিত করা হবে যাদের গালা ইভেন্টে পুরষ্কৃত করা হবে।গ্রামীণফোনের হেড অফ কমিউনিকেশনস মার্কাস এডাকটুসন, হেড অফ ডিজিটাল অ্যান্ড সোশাল মিডিয়া জাকিয়া জেরিন এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মুনীর হাসান উপস্থিত ছিলেন। সবার জন্য ইন্টারনেট অর্জনে উইকিপিডিয়া ফাউন্ডেশনের সঙ্গে কাজ করাটা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে প্রাসঙ্গিক তথ্যসহ স্থানীয় উপাত্ত বাড়ানোর বাধা দূর করতে কার্যকর ভূমিকা রাখবে। গ্রামীণফোনের সবার জন্য ইন্টারনেট প্রদানের লক্ষ্য অর্জনের পথে উইকিপিডিয়া বাংলাদেশের সঙ্গে এই চুক্তি গ্রাহকদের মধ্যে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি এবং ডাটা সংযোগ থেকে তাদের লাভবান হবার সুযোগ আরো বাড়বে।