রাজনীতি

দুর্নীতির বরপুত্ররা সবাই প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন : রিজভী

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর মুখে সব সময় দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা শোনা যায়। কিন্তু দুর্নীতির ‘বরপুত্ররা’ সবাই তাঁর ঘনিষ্ঠজন।সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, বিমানের চেয়ারম্যান জামালউদ্দিন মিগ-২৯ ক্রয়ে দুর্নীতির অন্যতম হোতা। এর পুরস্কার হিসেবে ছয় বছর আগে প্রধানমন্ত্রী তাকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। এ ছয় বছরে তিনজন মন্ত্রী পরিবর্তন হলেও তিনি বহাল আছেন।রিজভী অভিযোগ করে বলেন, জামালউদ্দিন ও তার ধর্মপুত্রের নেতৃত্বে বিমানের পাইলট, কেবিন ক্রু ও কিছু কর্মকর্তাকে নিয়ে সোনা চোরাকারবারির শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এ নেটওয়ার্কের মাধ্যমে প্রতিদিন নিরাপদে মণ মণ সোনা পাচার হয়।লতিফ সিদ্দিকী সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রিজভী বলেন, লতিফ সিদ্দিকীর বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক দর্শন ফুটে উঠেছিল। আর গতকাল (রোববার) বিমানবন্দরে সরকারের বিভিন্ন সংস্থার লোকজন লতিফ সিদ্দিকীকে নিয়ে নাটক তৈরি করেছে।