অভিযান পরিচালনা করে প্রায় ৭০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল বিসিজি স্টেশন কমান্ডার লে. শামস্ সাদেকিন নির্নয়ের নেতৃত্বে মুন্সীগঞ্জের মুক্তারপুর ব্রীজ সংলগ্ন পঞ্চসার, গুশাইবাগ ও বিনোদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
‘পরবর্তীতে জব্দ করা জালসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও স্টেশন কমান্ডার পাগলার উপস্থিতিতে আগুনে পোড়ানো হয়।’
এসময় ওই এলাকার ৪টি কারেন্ট জালের গোডাউনে অভিযান পরিচালনা করে আনুমানিক ২ কোটি ৩০ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৭০ কোটি টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, মুন্সীগঞ্জ সদর ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, মুন্সীগঞ্জ সদর।
এমআরাএম/জিকেএস