কক্সবাজারের রামুতে চালকের হাত-পা বেঁধে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার পর ব্যাটারিচালিত টমটম ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৭ এপ্রিল) ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রাবার ফ্যাক্টরির পাশে ওই ঘটনা ঘটে।
নিহতের নাম জাফর আলম (৪০)। তিনি কক্সবাজার সদর উপজেলা ভারুয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিম সিকদারপাড়া এলাকার মৃত আবদুল গনির ছেলে। তিনি ওই টমটমের চালক। স্থানীয় জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, সড়কের পাশের ঝোপে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। পরে বিষয়টি পুলিশকে অবহিত করি।
রামু থানার ওসি (তদন্ত) অরূপ কুমার চৌধুরী জানান, জাফর আলম ইজিবাইক (টমটম) চালাতেন। গাড়িটি ছিনতাই করতে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাফর আলমের ভাতিজি জায়তুন নুর জানান, কিস্তিতে নেওয়া একটি মিনি টমটম (ইজিবাইক) চালিয়ে তিনি সংসার চালাতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। হত্যায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম