নওগাঁয় ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রাফিউল ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের পালপাড়া ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
রাফিউল ইসলাম শৈলগাছী গ্রামের কুদ্দুস আলীর ছেলে ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে রাফিউল ইসলামসহ ৫-৬ জন শিশু দলবেঁধে বাড়ির পাশে খেলছিল। পরে তারা ছোট যমুনা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে সবার অজান্তে রাফিউল ইসলাম পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা রাফিউলের বাড়ি গিয়ে বিষয়টি জানায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে নদী থেকে শিশু রাফিউলকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হবে।
আব্বাস আলী/এসআর/এএসএম