গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা গ্রামে পুকুরে গোসল করতে নেমে লিমা আক্তার (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লিমা আক্তার শালমারা গ্রামের এবাদুল হকের মেয়ে।
শালমারা ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান আনিস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে শালমারা রেলস্টেশনের উত্তর পাশের রেলসেতুর নিচের ডোবায় গোসল করতে নামে লিমা আক্তারসহ কয়েকজন শিশু। সাঁতার কেটে ডোবার এপার থেকে ওপার যাওয়ার সময় সে নিখোঁজ হয়। খবর পেয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
জাহিদ খন্দকার/এসআর/এএসএম