দেশজুড়ে

ফরিদপুরে ৫৫ টাকার জন্য দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা ৫৫ টাকা চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এসময় আটটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

বুধবার (২৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের জয়পাশা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গিয়াস আলী (২৮), সৈয়দ শিপন আলী (২৭), আল আমিন সিকদার (৩০), আতিয়ার শেখ (৩৫), লিপিকা বেগম (৪০), সৈয়দ শাহিদ আলী (২৭), সৈয়দ হাবিনুর (৩৩), সিরাজ সিকদার (৫০) ও মরিয়ম বেগম (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

আল আমিন সিকদার জাগো নিউজকে জানান, জয়পাশা গ্রামের মুনজিলা প্রতিবেশী পিয়ারা বেগমকে ৫৫ টাকা ধার দেন। বুধবার বিকেল ৫টার দিকে ধারের ৫৫ টাকা মুনজিলার শাশুড়ি মরিয়ম বেগম চাইতে গেলে পিয়ারা তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে বাড়িতে পুরুষরা আসলে রাত সাড়ে ৮টার দিকে মরিয়ম বেগমের বাড়িতে এসে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর  করে। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরমেশ্বরর্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর জাগো নিউজকে বলেন, ৫৫ টাকা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস