দেশজুড়ে

সড়কে প্রাণ গেলো যমজ তিন সন্তানের বাবার, দুশ্চিন্তায় স্ত্রী

সিরাজগঞ্জের কামারখন্দে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লোকমান হোসেন (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান কোনাবাড়ী গ্রামের অছিম উদ্দিনের ছেলে। তিনি যমজ তিনি সন্তানের বাবা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নলকা থেকে মোটরসাইকেলযোগে কড্ডা মোড়ের দিকে যাচ্ছিলেন লোকমান। কোনাবাড়ী এলাকায় পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি বাস ঢাকাগামী লেনে ঢুকে পড়লে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন লোকমান। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যান লোকমান।

নিহত লোকমানের স্ত্রী শারমিন জাহান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৬ মাস আগে আমাদের তিন যমজ সন্তানের জন্ম হয়। এর মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে। আমার স্বামী একটি বেসরকারি কোচিং সেন্টারে ক্লাস নিয়ে যে টাকা পেতেন তা দিয়ে খুব কষ্টে সংসার চলছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় তিন সন্তান নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস মোটসাইকেলকে ধাক্কা দিলে ওই ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এসআর/জিকেএস