দেশজুড়ে

কক্সবাজারে ডজন মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

কক্সবাজারের ডজন মামলার আসামি মিনহাজুল আবেদীন রকিকে (৩২) অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি বিল্লাহ উদ্দিন। এর আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের এস এম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ জানানো হয়।

গ্রেফতার রকি কক্সবাজার শহরের সমিতি বাজার এবিসি ঘোনা এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল এক মাস ধরে তার অপরাধ কর্মকাণ্ডের ওপর নজর রেখেছিল র‌্যাব। কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের আলীর জাহাল পশ্চিম এস এম পাড়ার জনৈক গিয়াস উদ্দিনের মালিকাধীন রাজ ম্যানশনের ৪র্থ তলায় রকির ভাড়া বাসায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রস্তুতি নিচ্ছে এমন খবরে অভিযান চালিয়ে গ্রেফতার করে। এসময় ভাড়া বাসার টয়লেটের ছাদের উপর রক্ষিত কালো শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ জদ্ধ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি তা নানা তথ্য দিয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনির উল গিয়াস জানান, বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে ডজনখানেক মামলা চলমান রয়েছে।

সায়ীদ আলমগীর/এএইচ/এমএস