সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে পবিত্র রমজান মাসে মুসলিম সম্প্রদায়ের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়ার আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রী কলেজ মাঠে এ ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি বলেন, চাঁদপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি এলাকা। আমি আশা করবো সবাই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে চাঁদপুরের উন্নয়নে এক হয়ে কাজ করবে।
দোয়া মাহফিলে অংশ নেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রশাসক ওসমান গনি পাটওয়ারী,অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন ও জেলা মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদসহ আরও অনেকে ।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এসইউজে/এমপি/এমএস