নোয়াখালীতে ঈদের আগে নতুন জামা ও ঈদ সামগ্রী উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে সুবিধাবঞ্চিত হতদরিদ্র ২৪৭ পথশিশু।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে নোয়াখালী জিলা স্কুল মাঠে ‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’ নামের একটি সংগঠন এ ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) দেওয়ান মাহবুবুর রহমান।
তিনি বলেন, আমাদের সমাজের বিত্তবানরা আরেকটু হৃদয়বান হলে এমন শিশুরা আর সুবিধাবঞ্চিত থাকে না। ‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’ সংগঠনটি যে আয়োজন করেছে তাতে আমি অভিভূত।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. হাসিবুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমিন, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সৈয়দ মো. কামরুল হোসেন, নোয়াখালী জিলা স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুল আলম মঞ্জু, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভিন প্রমুখ।
সভাপতি মো. হাসিবুল হক জাগো নিউজকে বলেন, ‘স্বপ্ন-এক চিলতে হাসির জন্য’ সংগঠন প্রতিবছর সমাজের হতদরিদ্র সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
পরে উপস্থিত ২৪৭ জন শিশুর হাতে ঈদের নতুন জামা, সেমাই-চিনি ও ঈদ সালামি তুলে দেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানসহ অতিথিরা।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস