ফরিদপুরের মধুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সামছুল শেখ (৪৩) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পৌরসদরের ৫নং ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা গ্রামের নিদেন শেখের ছেলে।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা শাজাহান মিয়া জাগো নিউজকে বলেন, দুপুর আড়াইটার দিকে সামছুল শেখ নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যান (পাখা) স্থাপন করে সংযোগ দেন। এসময় টিনের ঘরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সরদার জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যপারে পৌরসভার প্যানেল মেয়র ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিছুর রহমান লিটন জাগো নিউজকে বলেন, শামছুল শেখ পেশায় রিকশাচালক। তিনি ঘরে বৈদ্যুতিক পাখা লাগাতে যায়। এসময় ঘরের টিনের বেড়াটি কারেন্ট হয়ে গেলে বং বিদ্যুৎপৃষ্টে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, তিনি ঘরে ফ্যান লাগানোর সময় বিদ্যুৎপৃষ্টে মারা যান।
এন কে বি নয়ন/এএইচ/জেআইএম