বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদে বাগেরহাটের ঈদুল ফিতরের প্রধান ও দক্ষিণাঞ্চলের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে ৮টায় এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
শনিবার (৩০ এপ্রিল) বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট (এনডিসি) মো. মোজাহেরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন, বাগেরহাট আলিয়া (কামিল) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাট গম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন মাতব্বর এবং তৃতীয় ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন বাগেরহাট শহরের সিঙ্গাই জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।
ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাট গম্বুজ মসজিদে ঈদের জামায়াতে মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখক সদস্য নিয়োজিত থাকবে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম বলেন, প্রতিবারের মতো এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাট গম্বুজ মসজিদ মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদের মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
এস এম সামছুর রহমান/এএইচ/জেআইএম