দেশজুড়ে

ঈদের জামা ও মেহেদি পেলো ছোট্ট মরিয়মও

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার। অর্থের অভাবে মেয়ের ঠিকমতো চিকিৎসা করাতে পারেন না, সেখানে ঈদের আনন্দ কীভাবে করবেন সেটা নিয়ে আক্ষেপ ছিল মরিয়মের মায়ের।

মরিয়মের মায়ের সেই আক্ষেপ দূর করেছে ‘স্বপ্নের আলো ফাউন্ডেশন’। মরিয়মকে ঈদের নতুন জামা, ঈদসামগ্রী ও মেহেদী পৌঁছে দিয়েছে সংগঠনটি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ৯নং ওয়ার্ড কলাবাগান এলাকায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসায় গিয়ে সংগঠনের একটি টিম তার হাতে এসব উপকরণ পৌঁছে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংবাদিক (প্রতিবেদক) মো. আতিকুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাইম হোসেন ইমনসহ টিমের অন্যান্য সদস্যরা।

ঈদ উপকরণের মধ্যে ছিলো নতুন জামা, সেমাই, চিনি, দুধ, বাদাম, কিসমিস ও টিউব মেহেদী। এসব পেয়ে মরিয়ম ও তার মা নুপুর বেগমের মুখে ফুটে ওঠে আনন্দে হাসি।

নুপুর বেগম ওই টিমের সবার জন্য দোয়া করেন এবং মেয়ের চিকিৎসার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে ‘মাইয়ারে ডাক্তারই দেখাইতে পারি না, মোগো আবার কীসের ঈদ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে জাগো নিউজ।

আতিকুর রহমান/এফএ/এমএস