দেশজুড়ে

ডোবায় মিললো যমজ শিশুর মরদেহ

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক ডোবা থেকে হাসি ও খুশি নামের ১০ বছর বয়সী দুই যমজ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের পাড়াসাধুয়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমি জানান, পাঁচ বছর আগে হমিদুলের (৪০) সঙ্গে আদুরী বেগমের (৩২) বিচ্ছেদ হয়। তাদের ঘরে দুই মেয়ে সন্তান ছিল। বিচ্ছেদের পর থেকে দুই মেয়েকে নিয়ে কুড়িগ্রামের চিরমারী উপজেলার বজরা ইউনিয়নে বাবার বাড়ি থাকতেন আদুরী বেগম। ঈদে নতুন জামা কিনে দেওয়ার কথা বলে শুক্রবার (২৯ এপ্রিল) দুই মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসেন হমিদুল।

পরের দিন শনিবার সন্ধ্যার পর থেকে হাসি ও খুশি নিখাঁজ হয়। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী এক ডোবায় শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখার মোকাদ্দেম বলেন, ঘটনাটি সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাহিদ খন্দকার/এসআর/জিকেএস