দেশজুড়ে

ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

অনেকটাই ফাঁকা হয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। সোমবার (২ মে) ঈদের আগের দিন স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম যানবাহন চলাচল করছে।

মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর, রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়।

মহাসড়কের উত্তর ও দক্ষিণবঙ্গ ও ঢাকাগামী লেন প্রায় ফাঁকা। হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে ট্রাকে চড়ে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার চেষ্টা। এ সড়কে উত্তর ও দক্ষিণবঙ্গসহ ঢাকাগামী লেন এখন প্রায় ফাঁকা। এর ফলে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের গন্তব্যে যেতে স্বাভাবিক সময়ের চেয়েও কম সময় লাগছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান জানান, রোববার দুপুর থেকে মহাসড়কে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কমেছে। সোমবার মহাসড়ক অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বছরের অন্যান্য দিনের চেয়েও কম যানবাহন চলাচল করছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম