নাটোরের গুরুদাসপুরে জানাজায় অংশ নিতে এসে সড়ক দুর্ঘটনায় হাছেন শেখ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (২ মে) বেলা ১১টায় উপজেলার খুবজীপুর ইউনিয়নের বিলশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাছেন শেখের বাড়ি ওই ইউনিয়নের খুবজীপুর চরপাড়া মহল্লায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলশা এলাকায় এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে ভ্যানযোগে যাচ্ছিলেন হাছেন শেখ। বিলশা মা জননী সেতু থেকে কিছু দূরে একটি মোড় রয়েছে। ওই মোড়ে ভ্যান থেকে পড়ে যান হাছেন শেখ। এ সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে। রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস