হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবক (২৭) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সারাজ মিয়া। তিনি ওই গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন সারাজ মিয়া। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাঠেই মারা যান। দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক মাঠে খেলাধুলা করতে গিয়ে তাকে মাঠে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সারাজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাবেক মেম্বার আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/জিকেএস