দেশজুড়ে

কক্সবাজারে বজ্রপাতে লবণ চাষির মৃত্যু

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে বজ্রপাতে শামসুল আলম (৪৫) নামে এক লবণ চাষি নিহত হয়েছেন।

শামসুল আলম চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) নতুনমহাল এলাকার মৃত ইসমাঈলের ছেলে।

মঙ্গলবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে চৌফলদন্ডীর নতুনমহাল আট্টখাটা লবণ মাঠে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, একইদিন এশার নামাজের পর প্রশাসনিক অনুমতি নিয়ে শামসুল আলমের মরদেহ দাফন করা হয়েছে।

নিহত শামসুল আলমের চাচাতো ভাই মোহাম্মদ আলম বলেন, নিহত শামসুল আমার আপন চাচাত ভাই। তিনি লবণ মাঠে কাজ করে জীবিকা-নির্বাহ করতেন। ঈদের দিন দুপুর আড়াইটার দিকে হঠাৎ ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় লবণ রক্ষা করতে বৃষ্টির মধ্যেই আট্টখাটা লবণ মাঠে যান শামসুল। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকার লোকজন তাকে মাঠ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনির উল গিয়াস বলেন, বজ্রপাতে মৃত্যুর একটি আবেদন পাওয়া গেছে। এ বিষয়ে মৃতের পরিবার, আত্মীয়-স্বজনের অভিযোগ নেই এবং এ সংক্রান্ত কোনো মামলা হবে না উল্লেখ করে দাফনের অনুমতি চাওয়া হয়।

ওসি আরও বলেন, প্রশাসনিক অনুমতি সাপেক্ষে মরদেহটি দাফনে অনুমতি দেওয়া হয়। সেই মতে একইদিন রাতে এশার নামাজের পর স্থানীয় কবরস্থানে তাকে দাফন কর হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএএইচ/