দেশজুড়ে

বরগুনায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর বিধবার মরদেহ উদ্ধার

বরগুনায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর গর্ত থেকে রওশন আরা (৫০) নামের এক বিধবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ মে) দুপুরে কালিরতবক এলাকায় একটি বাগানের মধ্যে নতুন খোড়া গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রওশন আরা ঈদের দিন সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। রাতে আত্মীয়-স্বজন ও আশপাশের বাসায় খুঁজে না পেয়ে সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। এ সময় বাড়ির পাশের একটি বাগানের মধ্যে নতুন খোড়া গর্ত লতা-পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে লতা-পাতা সরিয়ে মাটি সরাতেই বিধবার কাপড় বেড়িয়ে আসে। পরে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলি আহম্মেদ জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। বরিশাল থেকে সিআইডির টিম এলে মরদেহ উত্তোলন করা হবে। 

এএইচ/জিকেএস