বিয়ের আয়োজন সম্পন্ন। বৃহস্পতিবার (৫ মে) ছিল গায়ে হলুদ, কাল বিয়ে। বিয়ের কেনাকাটা করতে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন আইয়ূব মাহমুদ নয়ন (৩২)।
নয়ন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব ঢালীকান্দি গ্রামের হাবিবুর রহমান দেওয়ান ও খালেদা বেগম দম্পতির ছেলে। তিনি ঢাকায় প্রেস’র ব্যবসা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ৫ মে ছিল আইয়ূব মাহমুদ নয়নের গায়ে হলুদ। গোসাইরহাট উপজেলার গরিবেরচর পেদাকান্দি গ্রামের জসিম উদ্দিন পেদার মেয়ে সুমাইয়া আনজুম তিশার সঙ্গে ৬ মে বিয়ে আর ৮ মে বউ ভাত হওয়ার কথা ছিল। বিয়ের কেনাকাটা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তিনি।
ঈদের দিন মঙ্গলবার (৩ মে) রাত ১০টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার রুববাবুর হাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান নয়ন। আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়।
নিহত নয়নের ছোট ভাই সেকেন্দার দেওয়ান বলেন, আজ গায়ে হলুদ, কাল ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল। মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেলেন ভাই। আল্লাহ আমার ভাইকে জান্নাতবাসী করুন।
নয়নের মামা মাহমুদ হাসান সুমন বলেন, নয়নের অনেক শখ ছিল হেলিকপ্টারে করে বিয়ে করবে। অনেক চেষ্টা করেও হেলিকপ্টার ম্যানেজ করতে পারিনি। কখনও চিন্তা করতে পারিনি এভাবে অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবে। নয়নের জন্য অনেক কষ্ট হয়। বুধবার বাদ জোহর জানাজা শেষে পরিবারিক কবরস্থানে নয়নকে দাফন করা হয়।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জেনেছি নয়নের মোটরসাইকেলের গতি ছিল একশ’র উপরে। তাই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
মো. ছগির হোসেন/এফএ/জিকেএস