চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলায় বাসচাপায় শিশু মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মুরাদ হোসেনের মেয়ে ইমা (০৭) রাস্তা পার হওয়ার সময় চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমা মারা যায়। ঘটনার পরপরই স্থানীয়রা সড়ক অবরোধ করে। স্থানীয় চেয়ারম্যানসহ পুলিশ আধা ঘণ্টা চেষ্টা করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, মানুষকে বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। মেয়েটির পরিবার যেন সঠিক বিচার পায় সে বিষয়ে থানা পুলিশের সঙ্গে কথা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নজরুল ইসলাম আতিক/এফএ/জিকেএস