মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেশি ভাড়া চাওয়া নিয়ে দ্বন্দ্বে অটোচালকের মারধরে আলী হোসেন দেওয়ান নামের এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি ব্রিজের ওঠার আগে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন মধ্যপাড়া ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মৃত জব্বার দেওয়ানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ইছাপুরা চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে ইছাপুরা ইউনিয়নের লালবাড়ি সেতু এলাকায় যান আলী হোসেন। রাস্তার ভাড়া ছিল পাঁচ টাকা। গাড়ি থেকে নেমে তিনি চালককে প্রচলিত ভাড়া দিতে চাইলে চালক আরও বেশি ভাড়া দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় ওই অটোচালকের আরও একজন পরিচিত চালক ঘটনাস্থলে আসেন। তারা দুজন একসঙ্গে আলী হোসেনকে মারধর করেন। এতে আলী হোসেন অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে নিয়ে মাথায় পানি ঢালা হয়। অবস্থা গুরুতর হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অটোচালককে শনাক্ত করা যায়নি। তাকে আটকের চেষ্টা চলছে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এএসএম