দেশজুড়ে

বান্দরবানে পর্যটকের ঢল, কক্ষ খালি নেই হোটেল-রিসোর্টে

টানা ছুটিতে বান্দরবানে পর্যাপ্ত পর্যটকের আগমন ঘটায় খালি নেই অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ। বৃহস্পতি ও শুক্রবারের (৫ ও ৬ মে) জন্য এসব হোটেল-মোটেলের সব কক্ষ অগ্রিম নিয়ে রেখেছেন ভ্রমণপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার হোটেল ব্যবসা সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, পর্যটন নগরী বান্দরবানে সারাবছরই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। তবে সরকারি বিশেষ ছুটির দিনে পর্যটকদের সংখ্যা বাড়ে কয়েকগুণ। এতে আবাসন সংকটে অনেককে রাস্তা ও গাড়িতে রাতযাপন করতে হয়।

বৃহস্পতিবার সরেজমিনে সকাল থেকে পর্যটকের আগমনের ফলে বান্দরবান বাসস্ট্যান্ড থেকে বান্দরবান বিশ্ববিদ্যালয় পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। নীলাচল, মেঘলা ও শৈলপ্রপাত পর্যটন স্পটসহ প্রায় সব পর্যটন স্পটে ছিল পর্যটকের উপচেপড়া ভিড়।

অতিরিক্ত পর্যটক আগমনের ফলে নীলাচল থেকে টাইগার পাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার যানজটে কিছুটা ভোগান্তিতে পড়েন পর্যটকরা। এছাড়া প্রায় সব হোটেল-মোটেল ও রিসোর্টে ছিল পর্যটকদের সরব উপস্থিতি।

হোটেল হিল ভিউ, হোটেল হিল্টন, নীলাম্বরী রিসোর্ট ও হোটেল গ্র্যান্ড ভ্যালিসহ প্রায় সব হোটেল-মোটেল ও রিসোর্টের ৮৫ শতাংশ কক্ষ বুকিং বলে জানা গেছে।

বান্দরবান নীলাচল পর্যটন স্পটের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা সুমি ত্রিপুরা জানান, সকাল থেকে ৩ হাজারের বেশি পর্যটকের সমাগম ঘটেছে নীলাচলে।

হোটেল হিল্টনের ম্যানেজার আক্কাস উদ্দীন বলেন, ৫ ও ৬ মে’র জন্য সব কক্ষ আগাম বুকিং দেওয়া আছে। নতুন করে রুম বুকিং নেওয়া সম্ভব নয়।

নীলাম্বরী রিসোর্টের দায়িত্বে থাকা আমির হোসেন বলেন, ৫ থেকে ১০ মে পর্যন্ত রিসোর্টের সব কক্ষ আগাম বুকিং দেওয়া আছে।

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার সুমন জানান, ৫ ও ৬ মে’র জন্য হোটেলের ৮৫ শতাংশ কক্ষ বুকিং দিয়ে রেখেছেন ভ্রমণপ্রত্যাশীরা।

এ বিষয়ে বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, বান্দরবান ভ্রমণপ্রত্যাশীরা ৫ ও ৬ মে’র জন্য জেলা সদরের সব হোটেল মোটেল রিসোর্টের অধিকাংশ কক্ষ আগাম বুকিং দিয়ে রেখেছেন। বান্দরবানে পাঁচ হাজারের বেশি পর্যটকের ধারণক্ষমতা থাকায় নতুন ভ্রমণপ্রত্যাশীদের আবাসন সংকট দেখা দেওয়ার তেমন সম্ভাবনা নেই।

বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির কাউন্টারের দায়িত্বে থাকা কামাল হোসেন জানান, সকাল থেকে সাড়ে চারশোর বেশি পর্যটকবাহী ট্যুরিস্ট গাড়ি বিভিন্ন পর্যটন স্পটের উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, অতিরিক্ত পর্যটক আসার ফলে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ রাখা কষ্টসাধ্য হচ্ছে। তবুও যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ। এছাড়া আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

নয়ন চক্রবর্তী/এমআরআর/এএসএম