নোয়াখালীর সেনবাগে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাত ও কুপিয়ে মো. ইউছুফ (৩২) নামে এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের চাচা ও দুই চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মে) রাত ১০টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইউছুফ সৌদি প্রবাসী ও নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিষ্ণপুর গ্রামের শরীয়ত উল্যার ছেলে।
অভিযুক্ত চাচা নুরনবী ও তার দুই ছেলে সোহেল ও রুবেলকে রাতেই গ্রেফতার করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটেয়ারী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, বাড়ির সম্পত্তি নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে নিহত ইউসুফের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিরোধপূর্ণ জায়গা থেকে আম পাড়াকে কেন্দ্র করে চাচাতো ভাই সোহেল, রুবেল ও চাচা নুরনবীর সঙ্গে নিহত ইউসুফের সঙ্গে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে সোহেল ও রুবেল ইউসুফকে মারধরসহ ছুরিকাঘাত ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্বজনরা তাকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. আনোয়ার উল্যাহ বলেন, কয়েক দিন আগে ইউসুফের বসতঘরের পাশের একটি জায়গার মালিকানা নিয়ে আমার কাছে তার চাচা অভিযোগ করেন। তখন আমি দুপক্ষকেই বিরোধপূর্ণ জায়গার গাছ থেকে আম পাড়তে নিষেধ করি। একই সঙ্গে দুই পক্ষকেই বলা হয় ঈদুল ফিতরের পরপরই জায়গার মালিকানা নিয়ে বিরোধের সমস্যার সমাধান করা হবে। কিন্তু তার আগেই দুপক্ষের মধ্যে মারামারি হয়। এতে চাচাতো ভাইদের ছুরিকাঘাতে ইউসুফ মারা যায় বলে শুনেছি।
ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম