দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ মে) ভোর সাড়ে ৫টায় উপজেলার লেঞ্জাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ (আইসি) হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। এলাকাবাসী খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় এখনও যানা যায়নি।

কামরুজ্জামান আল রিয়াদ/এএইচ/এএসএম