দেশজুড়ে

যমুনা সার কারখানায় অগ্নিকাণ্ড, ফের উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীতে দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের পরপরই কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার (৭ মে) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দিতে এ ঘটনায় ঘটে। পরে প্রতিষ্ঠানের নিজস্ব ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

যমুনা সার কারখানার রসায়ন বিভাগের প্রধান আব্দুল হাকিম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, যমুনা সারকারখার ভেসেলে শনিবার বিকেলে হঠাৎ লিকেজ দেখা দেয়। এতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কারখানার কর্তৃপক্ষ। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভেসেলের লিকেজ সারিয়ে খুব দ্রুত উৎপাদনে ফেরা যাবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, তিনি শনিবার বিকেল সাড়ে পাঁচটায় যমুনা সার কারখানায় অগ্নিকাণ্ডের সংবাদ পান। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার নিজস্ব ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মো. নাসিম উদ্দিন/এমকেআর