দেশজুড়ে

কবিগুরুর জন্মজয়ন্তীতে শাহজাদপুরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আয়োজন

আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারিবাড়িতে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে স্থানীয় প্রশাসন।

রোববার (৮ মে) সকাল ১০টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

গত শনিবার (৭ মে) সরেজমিনে গিয়ে দেখা যায়, কাছারিবাড়ির পাশাপাশি নানা সাজে সজ্জিত করা হয়েছে পুরো শাহজাদপুর। বিভিন্ন রং ও তুলির আঁচড়ে নানা আলপনায় রঙিন হয়ে উঠেছে কবিগুরু কাছারিবাড়ির আঙিনা। রাতে লাল-সবুজ ও হলুদের বিচিত্র আলোকসজ্জায় বর্ণিল হয়ে ওঠে চারপাশ। কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে মহড়া চালিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠন।

কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে রবীন্দ্র মেলা। মেলা সুষ্ঠু ও নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ সালে প্রথম শাহজাদপুরে আসেন। উদ্দেশ্য ছিল জমিদারি দেখাশোনা করা। কিন্তু শাহজাদপুর কবির কাছে এতই ভালো লেগেছিল যে, জমিদারির কাজ ছাড়াও তিনি অনেকবার এখানে এসেছেন। রচনা করেছেন কবিতা, গান, নাটকসহ বিভিন্ন উপন্যাস। বিসর্জন নাটকের একাংশ, সোনার তরী, চিত্রা, চৈতালীর একাংশ, গল্পগুচ্ছ, ছিন্নপত্র, পোস্টমাস্টার, ছুটি ও সমাপ্তিসহ অসংখ্য ছোটগল্প ও উপন্যাস লিখেছেন তিনি।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. শামসুজ্জোহা বলেন, শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি রয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এর আগে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ অনুষ্ঠানমালার পাশাপাশি শাহজাদপুর সরকারি কলেজ মাঠে বসেছে গ্রামীণ মেলা।

এসজে/এমএস