বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মে) সকালে খুলনা-মাওয়া মহাসড়কের আট্টাকী এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ওই পথ দিয়ে যাতায়াতের সময় বৈদ্যুতিক খুঁটির নিচে ঝোপের মধ্যে এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আরএইচ/জিকেএস