খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রেরণার উৎস। তিনি সাংস্কৃতিক অঙ্গনে মিশে আছেন। এ পতিসর ও নওগাঁকে সমগ্র বিশ্বে পরিচিত করেছেন।
রোববার (৮ মে) দুপুর ২টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকীতে নওগাঁর আত্রাইয়ের পতিসর রবীন্দ্র কাছারিবাড়ি চত্বরে দিনব্যাপী কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
খাদ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি অংশ দেখভালের জন্য আত্রাইয়ের পতিসরে দায়িত্ব পেয়েছিলেন। এলাকার উন্নয়নে কৃষি ব্যাংক, দাতব্য চিকিৎসালয়, শিক্ষা ব্যবস্থা ও সমবায় সমিতি গড়ে তুলেছিলন। তিনি মানুষকে মানুষের মতো গড়ে তোলার চেষ্টা করেছিলেন।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম ও পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বক্তব্য রাখেন।
এ সময় রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. আলী রেজা আব্দুল মজিদ ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. শামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্বাস আলী/আরএইচ/জিকেএস