দেশজুড়ে

যানবাহনের চাপ বেড়েছে সিরাজগঞ্জ মহাসড়কে

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে শ্রমজীবী মানুষ। এ কারণে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ঢাকামুখী যানবাহন ও কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ বেড়েছে।

গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, ট্রাক ও পিকআপভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ।

রোববার (৮ মে) সন্ধ্যা থেকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় এলাকায় এ চিত্র দেখা যায়।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী বলেন, পরিবারের সঙ্গে ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে শ্রমজীবী মানুষ। ফলে রোববার সন্ধ্যার পর থেকে মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ রয়েছে।

তিনি বলেন, মহাসড়কের হাটিকুমরুল ও কড্ডার মোড় এলাকায় যানবাহনে উঠতে ভিড় করছে লোকজন। এ দুটি স্থানে মাঝে মাঝে যানবাহনের জটলা তৈরি হচ্ছে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের চলাচল বেড়েছে। নিম্নআয়ের শ্রমজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপভ্যানে কর্মস্থলে ফিরছে। মহাসড়কে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এমআরআর/জিকেএস