নোয়াখালীর চাটখিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. তুষার (২২) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার (৮ মে) সন্ধ্যায় নানা বাড়ি যাওয়ার পথে সোবহানপুরে এ দুর্ঘটনা ঘটে। এসময় তুষারের বন্ধু হাসান (২৩) গুরুতর আহত হন।
নিহত তুষার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নে শ্রীনগর গ্রামের মৃত মো. ছাদেক হোসেনের ছেলে। আহত হাসান দত্তপাড়া কাশিপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত হাসানকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচা মো. কাদের হোসেন জানান, তুষার ঈদের ছুটিতে বাড়ি এসে মোটরসাইকেল চালানো শিখেছে। রোববার সন্ধ্যায় বন্ধু হাসানকে নিয়ে লক্ষ্মীপুরের দত্তপাড়া নানার বাড়ি যাওয়ার পথে চাটখিলের সোবানপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম