দেশজুড়ে

মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ফারুক মালত (২৫) নামে মাদকাসক্ত এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ মে) দুপুরে উপজেলার আলাওলপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক উপজেলার কাজীকান্দি গ্রামের নাসির উদ্দীন মালতের ছেলে। তিনি মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফারুক নেশা করতে করতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বেশ কয়েকদিন ধরে তিনি নিজের পরিবারের লোকজন ও গ্রামের একাধিক ব্যক্তিকে মারধর করেছেন। বুধবার আলাওলপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের একটি বাড়িতে ঢুকে প্রথমে বৃদ্ধ শামসুন্নাহার বেগমকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন। তাকে উদ্ধার করতে আসলে রাহেলা আক্তার, রজব আলী ও ভানু বেগমকেও বটি দিয়ে কুপিয়ে আহত করেন ফারুক।

এসময় আহতের স্বজন ও আশপাশ থাকা স্থানীয়রা ফারুককে বেঁধে মারধর করেন। একপর্যায়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গোসাইরহাট থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, স্থানীয়দের কাছ থেকে জেনেছি, ফারুক মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। স্থানীয় এক বাড়িতে প্রবেশ করে চারজনকে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। আহতের স্বজন ও আশপাশে থাকা লোকজন আটক করে মারধর করলে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের স্বজনরা এখনো কেউ অভিযোগ করেনি। তবে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মো. ছগির হোসেন/এমআআর/এএসএম