দেশজুড়ে

নদীতে গোসলে গিয়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসলে গিয়ে ফাহান রাব্বি (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাব্বি উপজেলার হাজিপাড়া গ্রামের রাফিকুল ইসলামের ছেলে। সে শিবগঞ্জ নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

রাফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুরে বাড়ির পাশের পাগলা নদীতে গোসল করতে যায় রাব্বি। হঠাৎ জানতে পারি পানিতে তলিয়ে গেছে রাব্বি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের বলেন, স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম